গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) পত্রিকান্তরে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে, বোরো ধানের চারা বুননের পুরো মৌসুম ইতোমধ্যে অতিক্রান্ত হওয়ার উপক্রম হয়েছে অথচ কৃষকরা সরকার প্রদত্ত প্রণোদনার বীজধান এখনও পান নি এবং তাঁরা বীজধানের অভাবে চারা করতে পারছেন না। এর অবশ্যম্ভাবী পরিণতি হলো, ধানচাষের প্রকৃতিপ্রদত্ত ঘাত (সুযোগ) চলে যাবার পর কৃষকরা দেরিতে ক্ষেতে চারা রোপণ করবেন এবং যথারীতি ফসল পাকা ও তোলার সময়সীমা পিছিয়ে যাবে। এই পিছিয়ে যাবার ঘটনা ধান পাকার আগেই অকাল বন্যার কবলে পড়ে ফসলডুবির অনভিপ্রেত ঘটনার অনিবার্যতাকে বাড়িয়ে তোলবে। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই কৃষকদের মধ্যে হতাশার সঞ্চার হয়েছে, তারা উৎকণ্ঠায় আছেন। পরিস্থিতি নিয়ে আমরা আর বেশি কীছু বাক্যবিস্তার করতে চাই না। আমরা কেবল বলি : অচিরেই, কোনও রকম অজুহাতেই কালবিলম্ব না করে, কৃষকদের হাতে সরকারি প্রণোদনার ধানবীজ তোলে দেওয়া হোক।