শান্তিগঞ্জ প্রতিনিধি ::
‘সাদা এপ্রোনে আজ আমরা রাজপথে, কতদূর আর কোটার পতন হতে’, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা’, ‘কোটা তোমাদের হাতিয়ার, মেধা আমাদের অহংকার’ – এমন সব প্রতিবাদী স্লোগানে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ক্যা¤পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মেডিকেল কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, আবেদ ভুঁইয়া, আবু সায়েম, আজহারুল ইসলাম ও তারেক বিন আশরাফের সমন্বয়ে বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় কোটার যৌক্তিক সংস্কার দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা।
এদিকে, ছাতকে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাতক সরকারি কলেজের সাধারণ ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কলেজ হতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সহকারে শহরের ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিন করে।