জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের সহযোগিতায় উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল বিক্রির দায়ে আবদুল কয়েছ নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।