কয়েকদিন আগে দেশে রীতিমতো একটি তা-ব ঘটে গেছে, যা আরও প্রকীর্ণ হতে পারতো এবং প্রকারান্তরে দেশে গৃহযুদ্ধের সূচনা অনিবার্য করে তোলতো, তাতে কোনও সন্দেহ নেই। অভিজ্ঞমহলের এমনই অভিমত। এমন অশুভ ও বিনাশী তা-ব কোন সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের কাম্য হতে পারে না। অভিযোগ উঠেছে কতিপয় বিরোধী রাজনীতিক দল এই তা-ব ঘটানোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এবংবিধ লক্ষণ কোনও দেশের স্থিতাবস্থা কিংবা উন্নয়নের পেক্ষে কোনও যুক্তিতেই মঙ্গলজনক হতে পারে না।
কেউ কেউ মনে করেন এবংবিধ নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরির পেছনে দেশি ও বিদেশি দুষ্টচক্রের অনৈতিক উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র মূলত দায়ী। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করে নিজেদের স্বার্থোদ্ধারের তালে তৎপর আছে। তেকারণে আগামী দিনে দেশের রাষ্ট্রশক্তি ও সাধারণ মানুষকে আরও সচেতন থাকতে হবে।