জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের এলোঙ্গিকান্দি গ্রামের দিনমজুর লতিফুর রহমানের স্ত্রী।
জানাগেছে, ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফা বেগমের মৃত্যু হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।