দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দোয়ারাবাজার থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় ৮৭ বস্তা চিনিসহ উপজেলার বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মো. রফিকুল ইসলাম (৪০) এবং তার পুত্র আল আমিন (১৯) কে আটক করে। পরে আটককৃত চোরাকারবারিদের তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের দক্ষিণ ক্যা¤েপরঘাট গ্রামের আব্দুল আলীর বসতঘরে তল্লাশি করে আরও ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি ও বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করার দায়ে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।