বাংলাদেশকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে মুক্ত করে সকলের জন্য নিরাপদ বাসভূমিতে পরিণত করতে দেশে শান্তি প্রতিষ্ঠার দৃঢ় লক্ষ্য নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকৃতপ্রস্তাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জঙ্গি দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার এই দানবকে নির্মূল করতে অতি কঠোর ব্যবস্থা নেবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দানবদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের চেতনা ধ্বংস করা যাবে না এবং যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ করা যাবে না। কারণ, জনগণ সবসময় এই দুই দানবের বিরুদ্ধে রয়েছে।
আমরা প্রধানমন্ত্রীর এমন বক্তব্য আশ্বস্ত হয়েছি। তবে দেশের মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে সব সময় সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ স¤পর্কে জনগণকে সতর্ক করতে হবে এবং সামাজিক এই দুষ্কর্মকে মোকাবেলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রকৃত অর্থে জঙ্গিবাদ নির্মূলে অতিকঠোর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।