1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মাদক প্রতিরোধে কঠোর হতে হবে

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬

একজন যুবককে গ্রেফতার করা হয়েছে গত ২৫ জুন আব্দুজ জহুর সেতু এলাকা থেকে। তার কাছে একশত পাঁচটি ইয়াবা পাওয়া গেছে। সে ইয়াবাসেবী কি-না জানা না গেলেও সে যে একজন ইয়াবা ব্যবসায়ী তাতে কোনও সন্দেহ নেই। সুনামকণ্ঠের এই একই দিনের আরও একটি প্রতিবেদন থেকে জানা যায়, র‌্যাব ও বিজিবি’র নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে কেবল ইয়াবা নয় হেরোইন ব্যবসায়ীদেরও আটক করা হচ্ছে প্রায়ই। আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছেন, জেলার ‘প্রবাসী অধ্যূষিত’ এবং সীমান্ত এলাকায় ইয়াবার বিস্তার বাড়ছে। জেলায় ইয়াবা-হেরোইনের ব্যবসায়ী চক্র সক্রিয় আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রকে আটক করতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আশা করি অচিরেই তারা এ ব্যাপারে সফলতা লাভ করবেন।
ইয়াবা ও হেরোইন দু’টি মাদকই আসক্তজনকে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে নিজেকে সমর্পিত করতে বাধ্য করে। অর্থাৎ ইয়াবা ও হেরোইনসেবী বা ব্যবহারকারীরা ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। ইয়াবা ও হেরোইন দু’টিই ব্যয়বহুল মাদক। অর্থাৎ আসক্তরা বিপুল পরিমাণ টাকা ব্যয় করে মৃত্যুকেই ক্রয় করে। এই ইয়াবা-হেরোইনের ব্যবসা এমন একটি ব্যবসা, যে ব্যবসার দ্বারা ব্যবসায়ী ক্রেতাকে জেনেশোনে মৃত্যুদন্ড প্রদান করে। এই মৃত্যুদন্ডের বিনিময়ে মৃত্যুর দিকে ক্রমে ক্রমে এগিয়ে যাওয়া মানুষটির নিকট থেকে টাকা আদায় করে। প্রকৃতপ্রস্তাবে এই ব্যবসার দ্বারা ক্রেতারা মৃত্যুকে ক্রয় করছেন। তাছাড়া মাদক ক্রয় করার টাকা সংগ্রহ করতে গিয়ে পরিবারকে সমস্যায় ফেলে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে নিঃস্ব করে তোলে, ক্ষেত্র বিশেষে নিজেরা টাকা সংগ্রহের প্রয়োজনে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে সমাজকে অস্থির, অশান্ত করে তোলে।
পুঁজিবাদী বিশ্বব্যবস্থার মানবতাবিরোধী এই ব্যবসাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে মানবজাতিকে। মৃত্যুকে বিক্রি করে অর্থোপার্জনের এই ব্যবসাকে নির্বিঘেœ চলতে দেওয়াকে বরদাস্ত করা সমীচীন নয়। এই ব্যবসা প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। মাদকব্যবসায়ীচক্রকে আইনের সম্মুখীন করতে হবে। বিশেষ করে মাদকদ্রব্য অধিদপ্তরকে যুগোপযোগী করে তোলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com