রাজন চন্দ ::
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। জনবল সংকটের মধ্যেও হাসপাতালে সেবার মান সন্তোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে সেবার মান আরও ভালো করার তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা প্রমুখ।
এদিকে শয্যার চেয়েও রোগীর সংখ্যা বেশি হওয়ায় শূন্যপদে লোকবল নিয়োগ দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে এমপি রনজিত সরকার জানান ।
শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে এমপি রনজিত সরকার বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসহায় হাওরবাসীর চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সেবার মনোভাব নিয়ে এ হাসপাতালের চিকিৎসকরা করোনাসহ বিভিন্ন দুঃসময়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছে। হাসপাতালে জনবলের ব্যাপক সংকট রয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে পারলে স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপর্ণ ভূমিকা রাখবে এ হাসপাতালটি। দ্রুত শূন্যপদে লোকবল নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবো।