দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলো বিপাকে পড়েছে। উপজেলার কিরণপাড়া গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পেয়েও স্বস্তিতে নেই ভূমিহীন ২৭ পরিবার।
সরেজমিন গিয়ে দেখা গেছ, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে প্রায় দেড় বছর পূর্বে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হলেও বিদ্যুৎসংযোগ দেয়া হয়নি, করা হয়নি পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা, যাতায়াতের রাস্তাটিরও মাটি ভরাটের কাজ এখনো করা হয়নি। ফলে উঠোনে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া একটু বৃষ্টিপাত হলেই উঠোনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়তে এখানকার বাসিন্দাদের।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা প্রতিবন্ধী আরশ আলী বলেন, উঠোনে মাটি ভরাট এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে মেম্বার, চেয়ারম্যান এমন কি প্রশাসনের সংশ্লিষ্টদের বারবার বলেও কোনো প্রতিকার হচ্ছে না। আমরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছি। আমাদের দেখার কেউ নেই।
আমিনা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়েছি কিন্তু স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে থাকতে পারছি না। বৃষ্টি হলেই ঘরের বারান্দায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। টিন ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেছেন, এ বিষয়ে অবগত রয়েছি। বিগত বন্যায় আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ উঠোনে গর্ত সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে মাটি ভরাটের বিষয়ে তাগদা দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নেহার নিগার তনু বলেন, এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।