স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের কৃতী সন্তান, পিএসসি’র সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জের শহরতলিতে দ্বিতীয় সেতুর নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু হয়েছে। ড. মোহাম্মদ সাদিক এমপি’র নির্দেশে সেতু নির্মাণ স্থান সার্ভে করতে সোমবার সকাল থেকে সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণে ৪ দিনব্যাপী জরিপ শুরু হয়েছে।
রাজধানী ঢাকার ইকিউএমএস কনসালটেন্ট লিমিটেড প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র পক্ষে এই জরিপকাজ স¤পন্ন করবে।
গ্রামীণ সড়ক প্রকল্পে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সম্ভাব্যতা অধ্যায় (২য় পর্যায়ে) ঢাকার এই প্রতিনিধি দলের বিশেষজ্ঞগণ চার দিনব্যাপী ড্রোন সার্ভে, সয়েল টেস্ট, বাথিমেট্রি সার্ভে ও আরটিকে সার্ভেসহ অন্যান্য সার্ভে কাজ স¤পন্ন করবেন। সুরমা নদীর উপর সংযোগ সড়কসহ ৮ শত পঞ্চাশ মিটার চেইনেজের এই দীর্ঘ সেতুর সার্ভে কাজ স¤পন্ন করা হবে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় হালুয়ারঘাট বাজারে সেতুর প্রয়োজনীয়তা বিষয়ে মতবিনিময় সভাসহ নানা কার্যক্রম স¤পন্ন করবেন এই প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন ড্রোন সার্ভে বিশেষজ্ঞ মো. মুরাদ হোসেন, টপো সার্ভে বিশেষজ্ঞ মো. আল আমিন, কনসালটেন্ট হাবিবুর রহমান, শাহরিয়ার সিয়াম, সুহানুর রহমান সিয়াম।
প্রতিনিধি দলের সাথে থাকা সুনামগঞ্জের সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক মহোদয়ের নির্দেশে দ্রুত সেতুর সার্ভে কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণকাজও দ্রুত শুরু হবে বলে প্রত্যাশা করছি।
ড্রোন সার্ভে বিশেষজ্ঞ মো. মুরাদ হোসেন বলেন, ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণে আমরা সার্ভে কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণে প্রয়োজনীয়তা নিয়ে মঙ্গলবার হালুয়ারঘাট বাজারে মতবিনিময় সভা করা হবে। মোটামুটি চার দিনের মধ্যে সকল প্রকার সার্ভে কাজ শেষ করা হবে।
এদিকে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণে জরিপকাজের খবরে উচ্ছ্বসিত সুরমার দুই তীরের মানুষ। তারা বলেন, সেতুর মাধ্যমে এপার-ওপারের মানুষের মধ্যে বন্ধন তৈরি হবে। যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এই সেতুর মাধ্যমে সুরমা নদীর উত্তর পাড়ের বাসিন্দাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।