শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভি’র সমর্থনে দিনব্যাপী গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকায় দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী গণসংযোগ শেষে শনিবার বিকেলে গণিগঞ্জ বাজার এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. আব্দুল আউয়াল। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এমএ মান্নান এমপি’র সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, ব্যক্তিগত সহকারী মো. জুয়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাড. শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নুর আলম, গণিগঞ্জ বাজার কমিটির সভাপতি ও গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের অর্থ স¤পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন জায়গীরদার রানা, সেন্টু দেব প্রমুখ।
উল্লেখ্য, বিশিষ্ট অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি যুক্তরাজ্যের ব্যার্কলেইজ ব্যাংকের সাবেক এমডি। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পুত্র। বর্তমানে সাদাত মান্নান অভি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।