1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শাহ আব্দুল করিম লোক উৎসবে জেলা প্রশাসক : জেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সামছুল ইসলাম সরদার ::
দিরাই উপজেলার উজান ধলে শাহ আব্দুল করিম সাংস্কৃতিক কেন্দ্রসহ হাসন রাজা, রাধারমণ দত্ত ও দুর্বনশাহের স্মৃতি ধরে রাখতে সুনামগঞ্জে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টি ও তাঁর কর্মকে বাঁচিয়ে রাখতে উজান ধলে শাহ আব্দুল করিম সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এই কেন্দ্র প্রতিষ্ঠা করবে। এছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয় হাসন রাজা, রাধারমণ দত্ত ও দুর্বনশাহের স্মৃতি ধরে রাখতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলবে।
গতকাল বৃহ¯পতিবার সন্ধ্যায় বাউল স¤্রাট আব্দুল করিম স্মৃতি সংসদ আয়োজিত দু’দিন ব্যাপী লোক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী এসব কথা জানান।
শাহ আব্দুল করিম স্মৃতি সংসদের সভাপতি বাউলপুত্র শাহ নুরজালালের সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা পারমিতা দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ইউপি চেয়ারম্যান একরার হোসেন, আলী আহমেদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন শাহ আব্দুল করিম স্মৃতি সংসদের সাধারণ স¤পাদক ধ্রুপদ চৌধুরী নুপূর।
পরে লোক উৎসবে গান পরিবেশন করেন ঢাকা, সিলেট থেকে আগত অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com