স্টাফ রিপোর্টার ::
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সুনামগঞ্জের উপজেলা পরিষদগুলোর নির্বাচনের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ১৩৭ উপজেলার সময় নির্ধারণ করা হয়। ইসি সূত্র জানায়, এ নিয়ে দেশের ৪৮১টি উপজেলার সময় জানাল ইসি। এ ছাড়া বাকি ১২টি উপজেলা পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে এই দুই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। এদিন দেশের মোট ১৫৩টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে হবে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১১ মে। এদিন দেশের ১৬৫ টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপে হবে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন। ১৮ মে এই দুই উপজেলার ভোট অনুষ্ঠিত। এদিন দেশের মোট ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হবে।
চতুর্থ ধাপে শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর ও মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন হবে। ২৫ মে হবে এই তিন উপজেলার ভোট। চতুর্থ ধাপে দেশের মোট ৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে, পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।