1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

স্মরণসভা : আদর্শ শিক্ষক ছিলেন মকবুল হোসেন

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার মো. মকবুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত কুমার সিংহ।
অনিসিমাস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদষ্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, প্রধান শিক্ষক মকবুল হোসেন, অজয় চৌধুরী, সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আশরাফ হোসেন লিটন, অ্যাড. এনাম আহমদ, মো. ফয়জুর রহমান প্রমুখ।
স্মরণসভায় বলেন, মকবুল হোসেন ছিলেন একটি আদর্শের নাম। তিনি ছিলেন আঁধারের মাঝে আলোর প্রদীপ। পিছিয়ে পড়া শিক্ষাকে তুলে এনেছেন মানুষের মাঝে। নানা গুণে বিশেষিত ছিলেন শিক্ষক মকবুল হোসেন। তাঁর বর্ণাঢ্য জীবনে আছে সফলতার অনেক দিক। আর সেই সফলতার জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন সবার হৃদয়ে। বক্তারা বলেন, শিক্ষকদের কখনো মৃত্যু হয় না। তারা আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com