শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অধীনে আমরা উন্নয়নের কাজ করে যাবো। শেখ হাসিনা আমাকে মন্ত্রীত্ব থেকে অবসর দিয়েছেন। তবে উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাবো। কাজই আমার জীবনের ব্রত। কাজের বাইরে আমার কোন আনন্দ নাই। জীবনের শেষ পর্যায়ে আছি, আমি নিজের জন্ম মাটিতে থাকবো, সবাইকে নিয়েই কাজ করবো। আমরা সবাই স্বাধীন, কিন্তু আইনের অধীন। যার যার পেশা অনুযায়ী নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন করবো। শান্তিগঞ্জ সুন্দর উপজেলা হিসাবে গড়ে উঠেছে। আগামী দিনেও শান্তিগঞ্জকে আধুনিক ও সুন্দর উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।
এম এ মান্নান আরো বলেন, দরিদ্র সীমার নিচে অনেক মানুষ আছেন। যারা রোজ আনে, রোজ খাবার খায়। এই সকল মানুষেরা মুখে কোনোকিছু প্রকাশ করতে পারেন না। তারা অফিসার তো দূরের কথা স্থানীয় লোকদেরকেও ভয় পায়। এই সকল মানুষদের জন্য স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, ভাতার মতো সেবা ডাক্তার, ইঞ্জিনিয়ার কর্মকর্তা ও অফিসারদেরকেই দিতে হবে।
এমএ মান্নান এমপি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করবেন। দেখে রাখবেন। এটা কোন তদারকী নয়। দায়িত্ব থেকে কাজ করবেন। আগামীতে নিজ এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষের দিকে নজর দিবেন, অসহায় পরিবার দেখে দেখে নিজে সার্ভে করে ব্রিজ, কালভার্ট, রাস্তা, স্যানিটেশন, টিউবওয়েল কোথায় কোথায় স্থাপন করতে হবে তার একটি খসড়া তালিকা প্রস্তুত করে জনগণের জীবন মানোন্নয়নে কাজ করবেন।
তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের হলরুমে ক্রীড়া ক্লাব ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব কলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার কাজী মুক্তাদির হোসেন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাত হোসেন ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর, সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন প্রমুখ। এর আগে এমএ মান্নান এমপি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় যোগদান করেন।