দিরাই প্রতিনিধি ::
প্রয়াত জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেছেন, ভাটি বাংলার রাজনীতির প্রবাদ পুরুষ সুরঞ্জিত সেনগুপ্ত হলেন আমাদের শক্তি ও প্রেরণার উৎস। তাঁর রাজনৈতিক দর্শন আমাদেরকে আজীবন প্রেরণা যোগাবে সম্প্রীতি ও উন্নয়নের পথে। তিনি আজীবন দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করেছেন। তিনি আমাদের হাওরবাসীকে তার রাজনৈতিক দর্শন দিয়ে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছেন। যতদিন এ দেশ থাকবে তাঁর রাজনৈতিক দর্শন দেশবাসীকে সুস্থ রাজনীতিতে প্রেরণা যোগাবে। তাঁকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না।
বক্তারা আরও বলেন, তাঁর সুযোগ্য সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তাও সুরঞ্জিত সেনগুপ্তের পথ ধরে উন্নয়নের রাজনীতি করে যাচ্ছেন। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাবো।
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত শোকসভায় বক্তারা এ কথাগুলো বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং সদস্য শোয়েব আহমেদ ও ইকবাল সরদারের পরিচালনায় এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, পৌর কাউন্সিলর লিটন রায়, সাবেক কাউন্সলির হীরেন্দ্র দেবনাথ, যুবলীগ নেতা সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সেবুল রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।