স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের জলিলপুর গ্রামে ইউনিভার্সেল গ্রুপ-এর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। রবিবার দুপুরে গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে এই শীতবস্ত্র উপহার দেয়া হয়।
শীতবস্ত্র উপহার প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বান করোনা, বন্যা, শীতসহ সকল দুর্যোগে বিত্তশালীরা যেন এগিয়ে আসেন। এবার প্রচন্ড শীতে যাতে মানুষ কষ্ট না পায়, সে জন্য শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইউনিভার্সেল গ্রুপের প্রশংসা করে বলেন, আজ এই এলাকায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ শীতবস্ত্র উপহার পেয়েছে। যে যেভাবে পারেন, পাশে দাঁড়ান গরীব ও মেহনতি মানুষের। এমনটাই জননেত্রী প্রধানমন্ত্রীর আহ্বান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.এইচ.এম জুয়েল মাহমুদ।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের জলিলপুর, কাটাখালী, রহিমপুর, পুরানগাঁও, চরগাঁও, গন্ডামারা, উল্লাসনগর, বসন্তপুর, ওমরপুর, ইকরআটিয়া, নোয়াগাঁও প্রভৃতি গ্রামের ৬ শতাধিক শীতার্তের মধ্যে এই শীতবস্ত্র উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা স¤পাদক শুভ বণিক, জেলা আওয়ামী লীগ সদস্য লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজাল, জেলা ছাত্রলীগ নেতা ইফতি বখত, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, ব্যবসায়ী মাজেদ হোসেন, তানভীর আহমদ সবুজ, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, জাহিদ মিয়া, আলমগীর হোসেন, বাদশা মিয়া, সালাউদ্দিন শাহীন, সৈয়দ হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার দেন অতিথিবৃন্দ।