স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সুনামগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পিঠা উৎসবে ৮টি উপজেলার শিল্পকলা একাডেমিসহ ১৮টি স্টল অংশ নেয়। উৎসবের প্রথম দিন প্রতিটি স্টলে হরেক রকম পিঠা বেচাকেনা শুরু হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, সন্দেশ, দুধের সন্দেশ, চিকেন রোল, গোলাপী মালপোয়া, নকশি পিঠা, মালপোয়া, গাইয়ারী পিঠা, লাচ্ছি পিঠা, শামুক পিঠা, বরফি, সুজি পিঠা, কেক, আম্মা পিঠা, নারিকেল পপ, পাকন পিঠা, গাজর পিঠা, ভাজা পুলি, কদমফুল, মাছ পিঠা, রস গোলাপ, ঝাল পিঠা, বিস্কুট পিঠা, রসের পিঠা, পাটি সাপটা, নারিকেল পুলি, সিদ্ধ পিঠা, ডোনাট, তেলের পিঠা, পেস্তে নাড়–, পাপড়া, আদা পিঠা, চই পিঠা, মুগডালের পিঠা, আলুর পিঠা, নাড়–, সন্দেশ প্রভৃতি।
জাতীয় উৎসবে পিঠা নিয়ে এসেছেন তারা হলেন- সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের সহ-সভাপতি ঊষা রায় ও রায়হানা মঞ্জুর, সাধারণ স¤পাদক দিলারা বেগম, কোষাধ্যক্ষ রোহেনা আক্তার মনি, দপ্তর স¤পাদক সঞ্চিতা চৌধুরী, সাংগঠনিক স¤পাদক কলি তালুকদার আরতি, ক্রীড়া স¤পাদক শাহানা আলম, সদস্য কুহিনুর খান ও রুপালী সোম, গ্রাম বাংলার পিঠাঘরের রোজিনা বেগম এলি, টিপ পিঠাঘরের রুবি হাওলাদার ও লাকি রায়, লৌকিক পিঠাঘরের রিপা দে ও প্রিয়া পাল, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমির স্বপ্না দে, উত্তম জলযোগের শিখা রাণী পাল, গুণি সন্ধির পিঠাঘরের সুবর্ণা কর, সুনামগঞ্জ পিঠাপুলি পিঠাঘরের লক্ষ্মী রাণী চৌধুরী।
স্টলের মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, সদর উপজেলা শিল্পকলা একাডেমি, মিডিয়া কর্নার, তুলনাস পিঠাঘর, একুশে পিঠাঘর, সুনামগঞ্জ পিঠাপুলি, লৌকিক পিঠাঘর, টিপ পিঠাঘর, দিরাই শিল্পকলা একাডেমি, গ্রাম বাংলার পিঠাঘর, বিশ্বম্ভরপুর উপজেলা শিল্পকলা একাডেমি, শান্তিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, দোয়ারাবাজার উপজেলা শিল্পকলা একাডেমি, গুণি সন্ধির পিঠাঘর, উত্তম জলযোগ, পিঠাঘর, টিপ পিঠাঘর, জোনাকী পিঠাঘর।
ওইদিন সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এহসান শাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাড. সামছুল আবেদীন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেওয়ান তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করীম, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আসাদুজ্জামান সেন্টু, আ.লীগ নেতা অমল করসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। জাতীয় পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।