স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক বলেছেন, মুক্তিযোদ্ধারা এদেশকে আগলে রেখেছেন তাদের জীবন দিয়ে। তারাই দেশের প্রকৃত অভিভাবক। ৭ জানুয়ারি জনগণের যে ভালবাসা আমি পেয়েছি, সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কোন রকম মন্দ কাজ যেনো না করি, সেজন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন। কাজ না করতে পারলে সবার কাছে মাফ চাইবো। কিন্তু আপনাদের শ্রেষ্ঠ ভোট আমাকে দিয়ে নির্বাচিত করেছেন, তাই কোন খারাপ কাজ যেনো না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। ৩ লাখ ৪২ হাজারের ভোটারের এই আসনে সবাই আমাকে তাদের ভালোবসা দিয়েছেন। নির্বাচনের আগে আমাদের মধ্যে অনেক দল ছিল। ৭ তারিখ নির্বাচনের পরে আমাদের মধ্যে আর কোন দল নেই। সবাই আমার ভালবাসার মানুষ। সবাইকে নিয়ে সুনামগঞ্জের উন্নয়নযাত্রার কাজ করতে চাই।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন সামপ্রদায়িকতা আমরা প্রশ্রয় দিবো না। সাম্প্রদায়িকতা অনেক অসুখের লক্ষণ। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে এগিয়ে নিতে তার ডাকে সবাই সবকিছু ভুলে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল। দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা চির অবিস্মরণীয় হয়ে থাকবেন।
ড. মোহাম্মদ সাদিক এমপি বলেন, সুনামগঞ্জের মানুষের উন্নয়ন ঘটানো প্রয়োজন। তারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, আমি তাদের সেই ভালবাসা নিয়ে কাজ করে যেতে চাই।
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক কমান্ডার মোকসেদ আলী। এর আগে নবনির্বাচিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিককে ফুলেল শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধারা।