1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

একজন সিনিয়র সাংবাদিক এবং আলোকিত সাংবাদিকতায় সুনামকণ্ঠ : ডা. আকলিমা খাতুন

  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনকে জানতে ‘সাংবাদিক আকরাম উদ্দিনের ৩৪ বছর’ নামের একটি লেখা পড়েছি পত্রিকায়। জানতে পারলাম অনেক অজানা বিষয়। দেশের ১৩ জন আলোকচিত্র সাংবাদিকের বয়ানে এই সময়ের কিছু গল্প নিয়ে আয়োজন করা হয়েছিল ‘কারারুদ্ধ চিরকুট ও অন্যান্য গল্প’। ১০ দিনব্যাপী এ আলোকচিত্রে উঠে এসেছে ‘৩৪ বছর’ শিরোনামে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনের সাংবাদিকতা জীবনের গল্প।
২০২১ সালের ১০ মার্চ থেকে ঢাকা পান্থপথের দৃকপাঠ ভবনে আলোকচিত্র প্রদর্শনী ২০ মার্চ পর্যন্ত চলছিল। এই আলোকচিত্র প্রদর্শনীতে বিভিন্ন দেশ-বিদেশের গুণীজনদের সমাগম হয়েছিল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে আলোকচিত্র প্রদর্শনী দেখতে যাই আমিও। তখন চোখে পড়ে অন্যান্য পত্রিকার সাথে সুনামকণ্ঠ পত্রিকার বেশিরভাগ লেখা ও ছবি। আজ থেকে ২৩ বছর আগের লেখা ও ছবি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানের চারি দেয়ালে স্থান পেয়েছে, তাও আবার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক সুনামকণ্ঠ। নিমিষেই আমার মন প্রাণ আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। সহজে বুজে নিলাম এ যেন আলোকিত সাংবাদিকতার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনুধাবনে প্রশিক্ষণ গ্রহণের একটি কারখানা এই সুনামকণ্ঠ পত্রিকা। বলা যেতেই পারে, যুগ যুগ ধরে তরুণ প্রজন্মের সাহিত্যচর্চার অন্যতম সুযোগ সৃষ্টি করে আসছে এই সুনামকণ্ঠ। ওই বছর আলোকচিত্র প্রদর্শনীর বিষয় ছিল- “বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে দীর্ঘদিন যাবত কাজ করে আসা, তাঁদের সততাকে আঁকড়ে ধরেই সাংবাদিকতার এ পেশায় যাঁরা যুক্ত রয়েছেন। মিথ্যা মামলায় হয়রানি হচ্ছেন। এছাড়া নানা সমস্যার মধ্যেও নেশা থেকে পেশায় অর্জিত হওয়া সৎ সাংবাদিকতায় টিকে থাকতে অক্লান্ত পরিশ্রম করছেন। শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন। তাঁদের ক্যামেরার বা সাংবাদিকতার পিছনের জীবনের গল্প নিয়েই এই আলোকচিত্র প্রদর্শনী।”
এদের মধ্যে সুনামগঞ্জের চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল তাঁর আলোকচিত্রে ‘৩৪ বছর’ শিরোনামে তোলে ধরেছেন সুনামগঞ্জের সাংবাদিক আকরাম উদ্দিনের সৎ সাংবাদিকতা এবং জীবন জীবিকার সংগ্রামী জীবনের কিছু গল্প। সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন স্থানে ছুটে চলা জীবন, মাঠে ময়দানে সংবাদ সংগ্রহ, কাজ, বিভিন্ন মিছিলে ক্যামেরা হাতে ছবি, পুরাতন পত্রিকায় লিখিত রিপোর্টের ছবি, বাড়িতে বসে নিউজ লেখার ছবি, নিজ হাতে ক¤িপউটারে টাইপ করা অবস্থার ছবি, বৈবাহিক দিনের ছবি, পরিবারের ছবি, হাট বাজার করার ছবিসহ তার ক্যামেরার পেছনের জীবনের কিছু গল্প।
১৪ মার্চ রবিবার বিকেলে প্রদর্শনী দেখতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সপরিবারে আসেন। তিনি ঘুরে ঘুরে দেখেন দেশের ১৩জন বাছাই করা সাংবাদিককে নিয়ে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনী। এসময় এ আর জুয়েলের আলোকচিত্রের ৩৪ বছর নিয়ে প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ সাংবাদিকদের এমন সুন্দর এবং বাস্তব একটি গল্প সত্যিই অসাধারণ। তিনি আলোকচিত্র ও সাংবাদিক আকরাম উদ্দিনের সংগ্রামী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দৃকপাঠ ভবনে প্রতিদিন আলোকচিত্রী দেখতে আসেন দেশ ও দেশের বাইরের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ। ওইদিন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও সুনামগঞ্জ থেকে দৃকপাঠ ভবনে আলোকচিত্র প্রদর্শনী দেখতে যান সপরিবারে। সাথে ছিলাম আমি সহধর্মীণি ডা. আকলিমা খাতুন ও দুই বছর বয়সের একমাত্র মেয়ে ফারিহা নওরিন আরিফা, সাংবাদিক আকরাম উদ্দিনের ভায়রা ভাই ঢাকায় অবস্থানরত ব্র্যাক অফিসার মো. চাঁন মিয়া এবং চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অ্যাড. এ.আর জুয়েল। এসময় সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনকে উপহার তুলে দেন বিশিষ্ট আলোকচিত্রী, কিউরেটর ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম।
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনের বাড়ি শহরতলির সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে। পিতা মরহুম গিয়াস উদ্দিন, মাতা মরহুম গুলেনুর বেগম। তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক, গল্পকার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’র একাংশের লেখক, মরমী কবি এলাহীবক্স মুন্সির প্রৌপুত্র ও গবেষক, মসজিদ পরিচালনা কমিটির সংবিধান প্রণেতা ও সিটিজেন্টস সাইনটিস। এছাড়াও তিনি একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যুক্ত আছেন। তিনি একাধারে ১৯৮৪ সাল থেকে সুনামগঞ্জে সাংবাদিকতায় নিরলসভাবে এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আজ আমরা সাপ্তাহিক সুনামকণ্ঠ থেকে দৈনিক সুনামকণ্ঠ’র ২৪ বছরে পদার্পণে সফলতা ও দীর্ঘায়ু এবং আকরাম উদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছাসহ সাংবাদিকতা জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com