1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ইয়াবার বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ জরুরি

  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বর্তমানকালে তরুণ সমাজকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে মরণ নেশা ইয়াবা। হাত বাড়ালেই মিলছে এই মাদক। সাম্প্রতিক সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইয়াবার বিস্তার ঘটেছে।
সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মাদকাসক্ত মুক্ত হতে চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে ৮০ শতাংশ ইয়াবায় আসক্ত। ইয়াবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চললেও এর বিস্তার থেমে নেই। শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র যেভাবে ইয়াবার জাল ছড়িয়ে পড়েছে, তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের বিরাট সংখ্যক তরুণশক্তি নিয়ে আমরা স্বপ্ন দেখছি, অথচ প্রতিনিয়ত ইয়াবার নেশায় ধ্বংস হচ্ছে তারুণ্য।
গত সোমবার বিকেলে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে। এছাড়া গত মঙ্গলবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ বিষয়ে দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী নিত্যনতুন কায়দায় ইয়াবা সরবরাহ করতো বলে জানাগেছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তার অটোরিকশার সিটের নিচ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের আটকের খবর আমরা প্রায়ই দেখতে পাই। মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে মরণ নেশা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। এই মরণ নেশার বিস্তার ঠেকাতে আরও কঠোর এবং কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে, ইয়াবা একটি ভয়ঙ্কর মাদক। এটি খেলে সাময়িকভাবে উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া হেরোইনের চেয়েও ভয়াবহ। ইয়াবা সেবনে মস্তিষ্কে রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, খিচুনি ও মস্তিষ্ক বিকৃতি দেখা দিতে পারে, সমস্যা হতে পারে ফুসফুস ও কিডনিতে। অর্থাৎ যে কেউই নিয়মিত ইয়াবা সেবনে অথর্বে পরিণত হবেন। তাই তারুণ্যগ্রাসী ইয়াবার বিস্তার এখন বিরাট সমস্যা হিসেবে চিহ্নিত। ইয়াবার এই ভয়াল থাবা রুখতে হবে যে কোনো মূল্যে। দেশের অভ্যন্তরে ইয়াবার প্রবেশ ও বিস্তার ঠেকাতে হবে। যাদের ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা চলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা বিশ্বাস করি, প্রশাসনিক কঠোর অবস্থান, রাজনৈতিক সদিচ্ছা এবং জনসচেতনতাই পারবে ইয়াবার শিকড় উপরে ফেলে এর বিস্তার ঠেকাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com