1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

রাজনীতিতে সহিংস কর্মসূচি পরিহার করুন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

‘সংঘর্ষে শহর শঙ্কিত’। সুনামগঞ্জের একটি দৈনিক পত্রিকার ভয়াবহ শিরোনাম। এই শিরোনামের নিচে লেখা হয়েছে, “সুনামগঞ্জে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি কর্মীদের ছোঁড়া ইটপাটকেলে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য, পুলিশ ও ডিবি পুলিশের একটি লেগুনা ও একটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশের শটগান ও টিয়ারশেলে ১১ বিএনপি কর্মী ও দুইজন সংবাদকর্মী আহত হয়েছেন। এরমধ্যে দুইজন বিএনপি কর্মীকে সিলেটের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড টিয়ারশেল এবং ২৪৮ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে।”
অবস্থাটা সত্যিকার অর্থেই সুনামগঞ্জের জন্যে অভাবনীয় ও ভয়াবহ। এমনটা কারও কাম্য হতে পারে না। ভয়াবহ এ জন্যে যে, অতীতে এ শহরে পুলিশ ও জনতার মধ্যে এমন শঙ্কিত অবস্থার সৃষ্টি হয় নি, কোনও রাজনীতিক কর্মসূচি পালনকে উপজীব্য করে। রাজধানীতে এমন ঘটনা হরহামেশা সংঘটিত হয়, টিভি ও অন্যান্য গণমাধ্যমের কল্যাণে দেশের মানুষ জানতে পারেন এবং ইতোমধ্যে সেসব ঘটনার আগাগোড়া মানুষের কাছে নৈমিত্তিক ঘটনার মতো স্বাভাবিক হয়ে গেছে, তাঁরা অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু গত রোববার (১৯ নভেম্বর ২০২৩) বেলা এগারোটার সময় সুনামগঞ্জে যা হয়ে গেলো তা সুনামগঞ্জের মতো শান্ত শহরের সাধারণ মানুষের কাছে একন্তই অভাবনীয়, তাঁরা অবাক হওয়ার সঙ্গে সঙ্গে ভীত ও শঙ্কিত হয়েছেন ভীষণভাবে। পুলিশ-বিএনপি’র এমন সাংঘর্ষিক পরিস্থিতি তাঁরা মানতে পারছেন না কীছুতেই, প্রকারান্তরে বিদগ্ধমহলের কপালে ভবিষ্যৎ সুনামগঞ্জের সংঘর্সময় অস্থির ও ভয়ঙ্কর অবস্থার কল্পনা করে কুঞ্চন দেখা দিয়েছে। তাঁদের দুশ্চিন্তা এই জন্যে যে, রাজনীতিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও এমন হতে পারে এবং রাস্তায় হতাহতের ঘটনাও ঘটতে পারে, এমন ভয়ঙ্কর পরিস্থিতির জন্যেÑ একটি সহিংস খুনী শহরে পরিণত হওয়ার অপেক্ষায়Ñ সুনামগঞ্জকে প্রস্তুত থাকতে হবে। এটা কীছুতেই কাম্য হতে পারে না।
শহরের বিদগ্ধমহলের অভিমত হলো যে-কোনও রাজনীতিক কর্মসূচিকে এবংবিধ সাংঘর্ষিক বা সহিংস পর্যায়ে পর্যবসিত হওয়ার আগে সর্বাগ্রে রাজনীতিক দলের নেতাদের ভাবতে হবে এবং প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকেও রাজনীতিক কর্মসূচি প্রতিরোধে মাঠপর্যায়ের কাজ সাংঘর্ষিক অবস্থায় যাতে পর্যবসিত না হয় সে-দিকে খেয়াল রাখতে হবে। যে-কোনও অবস্থায় আক্রমণের মনোভাব বর্জন করে চলতে হবে সরকারি বেসরকারি উভয়পক্ষের পক্ষ থেকে। ভুলে গেলে চলবে না, এমন সংঘর্ষ সুনামগঞ্জের মানুষের প্রত্যাশিত নয়, তাঁরা তা চান না। যে-করেই হোক, যে-কোনও মূল্যে রাজনীতিক কর্মসূচিকে শান্তিপূর্ণ করে তুলুন। রাস্তায় পুলিশের হাতে মানুষ খুন হোক, সুনামগঞ্জকে এমন রাজনীতি থেকে দূরে রাখুন। কোনও মায়ের বুক যেন খালি হয়ে না যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com