খবরে প্রকাশ, সরকার পক্ষ থেকে এবারও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। গত সোমবার (৮ মে ২০২৩) একটি দৈনিকে এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করতে গিয়ে সংবাদশিরোনাম করেছেন, ‘প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবেÑ খাদ্যমন্ত্রী’। কৃষকদের সুবিধার নিশ্চিত করার কার্মক্রম হিসেবে কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ সত্যিকার অর্থেই সাধুবাদ পাওয়ার যোগ্য। এই পরিপ্রেক্ষিতে আমাদের সম্পাদকীয় দপ্তরের পক্ষ থেকে সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই।
প্রতি বছরই সরকার কর্তৃক কৃষকের কাছ থেকে সরাসরি ধানক্রয়ের বিষয়ে সরকার এমন কৃষকবান্ধব কার্যক্রম পরিচালনা করেন এবং এবারও তাই করা হয়েছে এবং লটারির মাধ্যমে ধানবিক্রেতা কৃষকদেরকে নির্বাচন করে ধানক্রয়ের ছাড়পত্র হিসেবে কার্ড দেওয়া হবে। কিন্তু সরকারি সিদ্ধান্ত কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার সময় দেখা যায় যে, নিয়মপদ্ধতি কোনও না কোনও শুভঙ্করের ফাঁকির পাকেচক্রে পড়ে পাল্টে গিয়ে কৃষকের ভাগ্যের সিঁক্কা ছিঁড়ে গিয়ে ফড়িয়া ব্যবসায়ীর কোলে গিয়ে পড়ে। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায়, যাকে বলে, নেপোয় মারে দই। অভিজ্ঞমহলের সন্দেহ, কোনও না কোনও কারসাজিতে লটারির কার্ড ‘প্রকৃত’ কৃষকরা পেয়েও হাতছাড়া করবেন কিংবা পাওয়ার জন্যে ব্যাকুল হলেও পাবেন না। ফলে সরকারের কৃষকবান্ধবনীতি ব্যথায় পর্যবসিত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।