জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে আব্দুল কাদির (২৬) নামের এক পকেটমারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আরশ আলীর ছেলে।
জানাগেছে, সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের আবুল কাশেম নামের এক ব্যক্তির পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল সেট চুরি করে নেয়ার সময় পকেটমার আব্দুল কাদির জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে। এ সময় পথচারী জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।