1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দুর্নীতির উৎস শ্রেণিবৈষম্য নির্মূল করার নীতির বাস্তবায়ন চাই

  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

এই দেশে অনিয়ম-দুর্নীতির কোনও অন্ত নেই। মানুষ এখানে দুর্নীতিকে তার জীবনের অবিচ্ছেদ্য উপকরণ করে নিয়েছে, অর্থাৎ দুর্নীতিকেই নীতির মাপকাঠি করে নিয়েছে।
একদা পাকিস্তান আমলের পূর্ববাংলায় স্বাধীনতাবিরোধীরা বিশ্বাস করতো স্বাধীনতার পক্ষে আন্দোলনকারীরা ভারতের দালাল ও এদের কারণে ধর্ম বিপদে পড়েছে। সুতরাং পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে হত্যা করাই উত্তম ছোয়াবের কাম এবং এইরূপ অবিমৃষ্যকর ও বিচারবহির্ভূত ধর্মান্ধতার কাছে পশ্চিম পাকিস্তানিদের কর্তৃক পূর্ব পাকিস্তানিদের প্রতি নির্মম শাসন-শোষণের রাষ্ট্রনীতিক কর্মকা-টি কোনও বিবেচ্য বিষয় ছিলো না বরং প্রিয় ও ধর্মাদর্শরূপে শিরোধার্য ছিলো। একাত্তরপূর্ব বাংলাদেশে একশ্রেণির মানুষের মধ্যে এবংবিধ মানসতা প্রকৃতপ্রস্তাবে মানুষের চিন্তায় দুর্নীতিগ্রস্ততার একটি বাস্তবসম্মত মূর্ত নির্দিষ্টতার প্রতিরূপ ভিন্ন অন্য কীছু ছিল না। এমনটা সমাজে হতেই পারে এবং হওয়াটাই বাস্তবসম্মত, যদি সেটাকে সামাজিক-রাজনীতিক কর্মকা-ের প্রভাবক শক্তি দিয়ে সুনীতির অভিমুখি না করা যায়।
আমাদের দেশের সামাজিক-রাজনীতিক, এমনকি আরও স্পষ্ট করে বললে বলতে হয়, আর্থনীতিক কর্মকা- এখনও পর্যন্ত এমন অভিমুখিনতা অর্জন করতে পারেনি যে, সমাজ থেকে বিভিন্ন প্রকার অনিয়ম-দুর্নীতিসহ খুনখারাপি সমূলে নির্মূল হয়ে যাবে, বরং বর্তমানে অনুসৃত রাজনীতি অর্থাৎ সা¤্রাজ্যবাদনির্ভর মুনাফাভিত্তিক ও শোষণবান্ধব আর্থনীতিক কর্মকা-সহ উন্নয়নের তীব্রতর গতি দেশের সর্বত্র, প্রতিটি আর্থনীতিক ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতিকে উছকে দিয়েছে। তারা যেমন বন-পাহাড়, নদী-চর, প্রতিষ্ঠান ইত্যাদি অবৈধ উপায়ে দখল করছে তেমনি একটি বালিশ একতালা থেকে দোতলায় উত্তোলনের শ্রমিক মজুরি সরকারের কাছ থেকে ৫/৬ হাজার আদায় করার তৎপরতায় নিমগ্নআছে, অপরদিকে আত্মসাৎকৃত টাকা পাচার করছে দেশের বাইরে।
উপরে উল্লেখিত এই সব অনিয়ম-দুর্নীতি প্রকৃতপ্রস্তাবে বিদ্যমান দুর্নীতির দীর্ঘ তালিকার কয়েকটির উল্লেখমাত্র এবং তারই প্রত্যক্ষ প্রমাণ হলো গত শুক্রবারের (৭ এপ্রিল ২০২৩) দৈনিক সুনামকণ্ঠের ‘স্বাক্ষর জালের অভিযোগ : কৃষক জানেন না তিনি পিআইসি’র সদস্য !’ শিরোনামের সংবাদ প্রতিবেদন। যে-প্রতিবেদন হাওর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের আপাদমস্তকব্যাপী ব্যাপক হারে দুর্নীতিচর্চার প্রকৃষ্ট প্রমাণ হাজির করছে। প্রতিবেদনের শেষে বলা হয়েছে, ‘উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে ভান্ডাবিল হাওর উপ-প্রকল্পের আওতায় ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য ওই পিআইসির ৮৯০ মিটারেব রাদ্দ দেয়া হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার টাকা। এলাকবাসীর অভিযোগ, ফসলরক্ষা বাঁধের নামে এখানে রাস্তা নির্মাণের জন্য এই প্রকল্প দেয়া হয়েছে।’
কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্রবিস্তৃত এবংবিধ অনিয়ম-দুর্নীতির আখড়ায় পর্যবসিত হয়েছে দেশ। শাল্লার একজন অন্য একজনের স্বাক্ষর জাল করে পিআইসি গঠন করতে দ্বিধা করছেন না এবং সুনামগঞ্জের নবীনগর পয়েন্টে (৬ এপ্রিল ২০২৩) মারামারি থামাতে ব্যস্ত একজনের দেহে ছুরি বসিয়ে দিয়ে খুন করে ফেলতে অন্যজন কসুর করছেন না। একাত্তরে রাজাকার কর্তৃক মানুষ হত্যা, নবীনগরে দোকানি খুন, আলফাত চত্বরে দুর্নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন হতে না দেওয়া কিংবা একাত্তরোত্তর বাংলাদেশে বন-পাহাড়, নদী-চর, প্রতিষ্ঠান ইত্যাদি অবৈধ উপায়ে দখল, অপ্রতিহত ঘুষ-চাঁদাবজি-লুটপাটাদি সবই সর্বাস্তৃত ও একত্রে বিশাল মাপের অনিয়ম-দুর্নীতির অংশ। যা কোনও না কোনওভাবে অনিয়ম-দুর্নীতিবোধক অনৈতিকতার অন্তর্গত।
এই অনিয়ম-দুর্নীতি অর্থাৎ অনৈতিকতাকে পরিহার করতে নয় সমূলে উৎপাটন করতে হবে। অন্যথায় উন্নয়ন যতই হোক দেশে শান্তি-সুখ সমন্বয়ে সমৃদ্ধ সামাজিক উন্নতি কীছুতেই আশা করা যায় না। তার জন্য চাই, সকল সমাজ সদস্যের মধ্যে সম্পদ ও সুযোগের সমবণ্টনসহ প্রত্যেক মানুষের মেধার চূড়ান্ত বিকাশের উপযুক্ত সমাজ তৈরি করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com