1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সমাজটাকে বদলে দিতেই হবে

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

পত্রিকায় প্রকাশ (দৈনিক সুনামকণ্ঠ ॥ ২১ অক্টোবর ২০২২, শুক্রবার), ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলনের নেতা জুবের আহমদ অপুর বিরুদ্ধে পরিবহন আন্দোলনের নেতা আব্দুল মতিনের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন-সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।’
স্মারকলিপিতে পরিবহন আন্দোলনের নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর ও এক ছাত্রলীগ নেতার গাড়িতে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এইভাবে একে অন্যকে আক্রমণ পাল্টা আক্রমণ, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা পাল্টাপাল্টি মারধর ও ল্যাঙমারা চলছেই। প্রকৃত রাজনীতিক আদর্শের বিবেচনায় এগুলোকে কোনও রাজনীতিক কর্মকা- বলা যায় না।
আলফাত স্কয়ারে করা এইরূপ আয়োজনকে প- করার জন্য কোনও নেতা অগ্রসর হয়ে আসেননি, যেভাবে একদা সুনামগঞ্জের এক সিভিল সার্জনের দুর্নীতির প্রতিবাদে করা মানববন্ধন ভ-ুল করতে মারকুটে হয়ে হামলে পড়েছিলেন। বুঝাই যাচ্ছে, বৈষয়িক স্বার্থের টানাপোড়েনে পড়ে দেশের সার্বিক রাজনীতিক অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাছাড়া বিরোধী দলের সভা-সমাবেশের বাড়াবাড়ি তো আছেই। এমন নাজুক অবস্থা বিবেচনায় নিলে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিক অস্থিরতার সাপেক্ষে আদতেই এখন অবস্থা বেগতিক। কিন্তু এই বেগতিকতা তো আর এমনি এমনি হয়ে যায় না, এর কোনও না কোনও আর্থনীতিক কারণ থাকেই।
এদিকে অভিজ্ঞমহলের অভিমত এই যে, ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধের সাপেক্ষে আসন্ন বিশ^মন্দার প্রতিকূল পরিসরে বাংলাদেশকে সাত-সাতটি বিপর্যয়মূলক সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এই জটিল অবস্থার সব কীছু খোলসা করে বলতে গেলে যে-দীর্ঘ বয়ান-বিবৃতি উপস্থিত করতে হবে সংক্ষিপ্ত এই সম্পাদকীয়তে তার সংকুলান হবে না এবং সঙ্গত বিবেচনায় কোনও অবকাশ নেই। কেবল বলি, এইসব কর্মক্রিয়া রাজনীতির বিকৃতিকে প্রকাশ করছে এবং রাজনীতির পুঁজিবাদী পচনের প্রক্রিয়াকে সূচনা করছে। সাধারণ মানুষ যেমন পরিবহন মালিকদের পরিমাণে অস্বাভাবিকভাবে অতিরিক্তি ও যে-কোনও বিচারে অন্যায় লাভের শিকার হতে চান না, তেমনি তার প্রতিবাদে কোনও রাজনীতিক দলবাজগণের কোনও অংশ উদ্যোগ নিলে তার উপর মারকুটে আক্রমণেরও প্রতিকার হওয়া জরুরি। আমরা অচিরেই এর সুষ্ঠু মীমাংসা আশা করছি এবং সব শেষে বলে রাখছি, এসবের কীছুই কার্যত বন্ধ হবে না, যদি না ব্যক্তিমালিকানার পুঁজিতান্ত্রিককাঠামো থেকে উৎপন্ন এই যত সব যুদ্ধসহ ছোটখাটো উটকো সমস্যা নিরসনের জন্য বর্তমান সামাজিক-সাংস্কৃতিক পটপরিবর্তনে প্রত্যয়ী হয়ে উঠে অর্থনীতিটাকেই সাধারণ, নিপীড়িত ও শোষিত মানুষের অনুকূলে বদলে দেওয়া হয়। তাছাড়া এও জেনে রাখা ভালো যে, তা-না হলে যেমন চলছে তেমন চলতে চলতে ইউক্রেন-রুশ যুদ্ধের মতো স্থানে স্থানে আরও যুদ্ধ আবির্ভূত হবে। সুতরাং বিকল্প একটাই, পুঁজিবাদকে বদলে যেতে হবেই। সমাজটাকে বদলে দিতেই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com