স্টাফ রিপোর্টার ::
অপহরণ ও ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
জানা গেছে, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত অভিযুক্ত ছাতক উপজেলার দিঘলী চানপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে রাজন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দেন।
এদিকে, অপর মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজ জহুর সেতু এলাকা থেকে তুলে নিয়ে শহরতলির আম্বর পয়েন্ট এলাকায় দলবদ্ধ হয়ে ধর্ষণ করে কয়েক বখাটে। এই ঘটনায় ভিকটিমের বাবার করা মামলায় শুনানি শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। আসামিরা হল মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া, আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া, আব্দুস ছালামের ছেলে শামীম মিয়া।
সংঘবদ্ধ ধর্ষণ মামলার বাদীপক্ষের আইনজীবী আবু বক্কর বলেন, আদালতে রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।
বিবাদীপক্ষের আইনজীবী মনির আহমদ বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ।