স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে। তবে তাঁর বিশেষ ১০ উদ্যোগ দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে।
বুধবার সকালে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালা উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন।
মন্ত্রী এমএ মান্নান আরও বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে জন্য কাজ করছি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মাঠে যাঁরা কাজ করেন, তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকারের সব উদ্যোগকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ তাঁরই উদ্যোগ। দেশের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ‘মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ : প্রেক্ষিত সুনামগঞ্জ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক। পরে এসব উদ্যোগের বিষয়ে আরেকটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (গবেষণা) মো. আরিফুজ্জামান।
কর্মশালায় জেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।