ছাতক প্রতিনিধি ::
ভারতে মহানবী হযরত মোহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে বিভিন্ন মসজিদকে মুসল্লীগণ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শহরের চাঁদনী ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যসায়ী আশরাফুল হক, আলী আকবর, শ্রমিক নেতা মানিক মিয়া, কবি জানে আলম, ব্যবসায়ী মোসাহিদ মিয়া, খালেদ মিয়া, মোহাম্মদ আলী, আবু বকর সিদ্দিক, হানিফ আলী, হাসান আহমদ, জয়নাল আবেদীন, শফিক মিয়া, সজিব মিয়া, ছাদিকুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে দোয়া পরিচালনা করেন চাঁদনী ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান।