স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেছেন, আমি সুনামগঞ্জ জেলায় দুই বার চাকরি করেছি। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষ খুব ভাল। সুনামগঞ্জের কথা আজীবন মনে রাখবো। এখানে রাজনৈতিক দলাদলি খুব একটা নেই। মন্ত্রী-এমপিরাও কোন অনৈতিক তদবির করেননি। দায়িত্ব পালনকালে গণমাধ্যমসহ অন্যান্য সবার সহযোগিতা পেয়েছি। আমি আইনের ভেতর থেকেই কাজ করার চেষ্টা করেছি।
মঙ্গলবার রাত ৮টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম-এর আহ্বানে সুনামগঞ্জের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান আজিজুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।