স্টাফ রিপোর্টার ::
দৈনিক যায়যায়দিন-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অন্যায়-অবিচার রুখতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সমাজের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা অকপটে তুলে ধরাই একজন প্রকৃত সংবাদকর্মীর দায়িত্ব। সাদাকে সাদা কালোকে কালো বলাই সাংবাদিকদের ধর্ম।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আল হেলাল, সাধারণ স¤পাদক হিমাদ্রী শেখর ভদ্র, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম শ্যামল, একে মিলন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিগণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অরুণ চক্রবর্তী, কামরুল হাসান চৌধুরী, জসীম উদ্দিন, দিলাল আহমদ, মাসুক মিয়া, আব্দুস শহীদ প্রমুখ।