শাল্লা প্রতিনিধি ::
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ড. সামছুল হক চৌধুরী শাল্লা উপজেলার ফয়েজুল্লাহপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। রোববার দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তুলে দেন প্রচারপত্র। পরে উপজেলা সদরে শাল্লা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ও করেন তিনি। মতবিনিময় করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথেও। আগামীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে জানান সামছুল হক চৌধুরী।