সুনামকণ্ঠ ডেস্ক ::
বিভিন্ন উপজেলায় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যায়যায়দিন দিরাই উপজেলা ফ্রেন্ডস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, প্রধান আলোচক ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শাল্লা :
শাল্লায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক তরুণ কান্তি দাস। বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সহ সভাপতি উপানন্দ দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শান্তিগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বর্ষপূতির কেক কাটেন অতিথিরা। সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের এফআইভিডিবি’র কনফারেন্স হলে যায়যায়দিন’র শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল তালুকদারের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারেক, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র সুনামগঞ্জ প্রতিনিধি শহিদ নুর আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ। এ সময় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, সাংবাদিক এন এ নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।