শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় বজ্রপাতে রাধিকা দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হবিবপুর ইউপির চাকুয়া গ্রামের মৃত রাখাল দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পূর্বদিকে উদগল বিল হাওর নামক এলাকায় মাছ ধরতে গিয়ে রোববার মধ্যরাতে বজ্রপাতে মারা যায় রাধিকা দাস। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা হাওরে রাধিকা দাসের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চাকুয়া গ্রামে বজ্রপাতে রাধিকা দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।