শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধার। রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সুনামকণ্ঠ’র স্টাফ রিপোর্টার জয়ন্ত সেন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি দিলুয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, জগদীশ চন্দ্র সরকার, বলরাম দাস, শিবধন দাস, ফুলবাঁশি দাস, প্রেমবাঁশি দাস, যোগেন্দ্র দাস, মনীন্দ্র চন্দ্র দাস, আক্কাছ আলী, অনিল চন্দ্র দাস প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। মহান মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। আমরা সাংবাদিকদের সম্মান করি। দেশের উন্নয়নে সাংবাদিকদেরও অবদান রয়েছে।
পরে বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকারকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্যের ঘোষণা দেন সভাপতি জয়ন্ত সেন। এসময় শাল্লা উপজেলা প্রেসক্লাব-এর সকল সদস্য করতালি ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার আশির দশকে সুনামগঞ্জ জেলা থেকে সাপ্তাহিক গ্রাম বাংলার কথা পত্রিকা উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন।