স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে বন্ধ করে দেয়া হয়েছে চারটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চারটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে বন্ধ করে দেওয়া এসব ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ডও করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারগুলো হল- উপজেলার বাদাঘাট বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং তাহিরপুর সদরের ন্যাশনাল ডায়াগনস্টিক ও মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টার। পাশাপাশি বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারকে ৫০ হাজার টাকা, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা, মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও ন্যাশানাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাউড়েরগড় বাজারে শাহআরেফিন ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ হাজার টাকা ও ঝুমা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার ডায়াগনস্টিক সেন্টারগুলেতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর একটিরও সরকারি অনুমোদন নেই। তাই নিয়ম অনুযায়ী জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।