স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার নেতৃত্বে পৌর শহরের মুক্তারপাড়া থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তারপাড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রুবি, ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সদস্য মিনা বেগম, শিউলি পাল প্রমুখ।