জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার দাখিল ৯ম শ্রেণির ছাত্র রিদওয়ান আহমদ ফাহিম ক্বেরাত বিষয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। জাতীয় পর্যায়ে অংশ নিতে আজ সকাল ১০টার ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে সে রওয়ানা হবে। রিদওয়ান আহমদ ফাহিমের এই কৃতিত্বে দোয়া এবং শুভ কামনা জানিয়েছেন দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী নূর, ফাহিমের বড় চাচা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা সাবেক সুপার আলহাজ্ব মাওলানা ক্বাজী মুহাম্মদ শাহেদ আলী, ফাহিমের পিতা বুলচান্দ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্বারি মাওলানা আহমদ আলী আনোয়ার এবং দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য, ফাহিমের কৃতিত্বে খুশি হয়ে দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী নূর তাকে নগদ দুই হাজার টাকা উপহার দেন এবং তার চাচাতো বড় ভাই ক্বাজী শফিক হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব ক্বাজী শফিকুল ইসলাম বিমান টিকিট উপহার দেন। – সংবাদ বিজ্ঞপ্তি