স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর উপজেলায় খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সজল কান্তি সরকারকে আহ্বায়ক ও মো. আলা উদ্দিনকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন সুদীপ ভট্টাচার্য্য, মো. আতিকুর রহমান, বিমান তালুকদার ও দিপালী রানী সরকার। সদস্য- মৃদুল কান্তি সরকার, জীবনকৃষ্ণ সরকার, অসীম সরকার, পূর্ণ প্রমা দে আঁকা, অমৃতজ্যোতি সামন্ত, আল আমিন সালমান, জেনারুল ইসলাম, দোলা রানী সরকার, শিমুল সরকার, বিধান তালুকদার, বিজিত সরকার।
শুক্রবার বিকেলে জেলা কমিটির সম্পাদকীয় সদস্য চয়ন কুমার দাসের সভাপতিত্বে খেলাঘর মধ্যনগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।