গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের রায়পাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দিপ্তি রানী সরকার। প্রণতি বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা জামাল মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক বাবলী আখন্দ। আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, সাইফুল আলম, আমির উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাংগঠনিক স¤পাদক রাজু মণ্ডল প্রমুখ।
সভায় দিপ্তি রানী সরকারকে আহ্বায়ক ও লিপি বাল্মীকি ও প্রণতি বর্মণকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট গণতান্ত্রিক মহিলা সমিতি, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি