জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভমভমি নামক স্থানে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জনদুর্ভোগ লাঘবে ব্রিজটি দ্রুত মেরামত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম জানান, দ্রুত মেরামত কাজ করায় আবারো যানবাহন চলাচল করছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতেই ব্রিজের ভেঙে যাওয়া অংশে দ্রুত মেরামত কাজ করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে একটি পাথর ভর্তি ট্রাক নিয়ে ব্রিজের একাংশের পাটাতন ভেঙে যায়। এতে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যে কারণে অনাকাক্সিক্ষত দুর্ভোগের শিকার হন যাত্রীরা।