দোয়ারাবাজার প্রতিনিধি ::
নবাগত ইউএনও ফারজানা প্রিয়াংকার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও ফারজানা প্রিয়াংকা গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি আলাউদ্দীন, কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, সদস্য মামুন মুন্সী প্রমুখ।