জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে প্রতিটি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে শিক্ষার্থীদের মাঝে। অন্য সকল নির্বাচনের মতোই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে কোমলমতি শিশু শিক্ষার্থী প্রতিনিধি প্রার্থীরা অংশগ্রহণ করেন। এসব প্রার্থীদের উৎসাহ দিয়ে সহযোগিতা করছেন অভিভাবকরা। নির্বাচনে দিন ব্যাপী লাইনে দাঁড়িয়ে অন্য ভোটার শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। দিন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা শিক্ষকরা। এতে নির্বাচিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, এক সাথে উপজেলার ১৫৮টি বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আলাদা আমেজ বিরাজ করছে।