শান্তিগঞ্জ প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ স¤পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার বিকেলে শান্তিগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘মান্নান চত্বরে’ প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক স¤পাদক জুয়েল দাস।
এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস, মিলন মিয়া, সুদীপ কুমার দাস, অপু পাল, যুগ্ম সাধারণ স¤পাদক তোফায়েল আহমদ, সাবেরিন, সাংগঠনিক স¤পাদক শিপন আহমেদ, সালেক আহমেদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।