স্টাফ রিপোর্টার ::
মরমী কবি হাছন রাজার প্রপৌত্র ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী ইমনের পিতা বিশিষ্ট গীতিকার ও সংগীত শিল্পী দেওয়ান জাফরান রাজা চৌধুরী (৮১) ইন্তেকাল করেছেন। বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের দক্ষিণ আরপিননগর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেওয়ান জাফরান রাজা চৌধুরী জীবদ্দশায় সাংস্কৃতিক সংগঠন হাছন রাজা শিল্পী সংসদের সভাপতি, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উপদেষ্টা, জেলা গীতিকার ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত পল্লীগীতি গানের শিল্পী, জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির সাবেক সদস্য, সংগীত প্রশিক্ষক, সংস্কৃতি মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী সংস্কৃতিসেবী, জয়বাংলা সাংস্কৃতিক জোট ও সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে হাছনগীতি গানের মূলধারার একজন বনেদী শিল্পী হিসেবে তাঁর আলাদা পরিচিতি ছিল।
বিশিষ্ট সংগীত শিল্পী দেওয়ান জাফরান রাজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দৈনিক সুনামকণ্ঠ’র প্রকাশক ও সম্পাদক বিজন সেন রায়, বিএনপি নেতা আসম খালিদ, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি বাউল শাহজাহান, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা প্রদীপ পাল নিতাই, ইমামুল হাসান চৌধুরী মকফুর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি আল-হেলাল, সেলিম আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গরা।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া লক্ষণশ্রী নিবাসী দেওয়ান তহসীনূর রাজা চৌধুরী ও দেওয়ান সাইফুন্নেছা চৌধুরানীর পুত্র দেওয়ান জাফরান রাজা চৌধুরী ১৯৪১ইং সনের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বড় ভাই দেওয়ান মহসীন রাজা চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, নাট্যকারসহ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।