স্টাফ রিপোর্টার ::
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বুধবার বিকেলে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের ২শ পরিবারে এই সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ, জেলা জাতীয় পাটির সদস্য সচিব মনির উদ্দিন মনির, প্রকৌশলী মোকলেসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মো. আব্দুল কাদির, ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান মো. এরশাদ আহমদ, আওয়ামী লীগ নেতা সুলেমান তালুকদার, তৈয়বুর রহমান, মোবারক হোসেন, নাজিম মিয়া, সবুজ, সাইফুল ইসলাম, বাচ্চু মিয়া, সফর আলী, সলুকাবাদ ইউপি সদস্য শাহপরাণ, জজ মিয়া, তাজুল ইসলাম, রোকসানা, তাহের মিয়া, পলাশ ইউপি’র প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, জাপা নেতা হাবিলদার মোর্শেদ মিয়া, চান মিয়া, হিফজুর, হোসাইন, বুলবুল, মনসুর মিয়া প্রমুখ।