জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সাংবাদিক শংকর রায়, উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার রাকিবুর রহমান ও ইউনিয়ন দলনেত্রী সৈয়দা শিউলী আক্তার। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী-পুরুষ আনসার ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।