শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও মহাসিং নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কোণা জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাছের বংশ নিধনকারী প্রায় ৪ হাজার মিটার কোণা জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো সদরপুর ব্রিজ এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ থানা পুলিশসহ আরও অনেকে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান বলেন, দেখার হাওর ও মহাসিং নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ কোণা জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যারা মৎস্য স¤পদ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।