দোয়ারাবাজার প্রতিনিধি ::
ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (মোকাম ছড়া) সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৩৫) ও ইমান আলী (৩২),আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩১), জুমগাঁও গ্রামের আজিজের ছেলে সুমন মিয়া (২৫), জুমগাঁও (ইসলামপুর) গ্রামের আব্দুল আওয়াল সাদ্দামের ছেলে মুকুট মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জুমগাঁও (মোকামছড়া) সীমান্তে দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় সুপারি আনার জন্য সাত যুবক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতীয় সুপারি সংগ্রহ করে আসার সময় খাসিয়াদের সুপারি বাগান হতে দুই শতাধিক সুপারির চারা চুরি করে। এগুলো নিয়ে আসার পথে ভারতীয় খাসিয়ারা তা দেখে চোরাকারবারিদের উপর গুলি ছুড়তে থাকে। এতে ইমান আলী ও মাসুক আলীর শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। এছাড়া মুকুট, সুমন মিয়া ও নয়ন মিয়া আহত হন। পরবর্তীতে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, চোরাই পথে ভারতীয় সুপারি আনার জন্য মুকুট মিয়ার নেতৃত্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে খাসিয়াদের সুপারিবাগান হতে অনুমান ২৫০টি সুপারির চারা চুরি করে নিয়ে আসার চেষ্টা করিলে ভারতীয় খাসিয়ারা তা দেখে ফেলে এবং উক্ত ব্যক্তিদের উপর ছড়াগুলি ছুড়তে থাকে। খাসিয়াদের ছোঁড়া গুলিতে ইমান আলী ও মাসুক আলীর শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। আরও তিনজন আহত হয়। আহতদের একজন জানায় তারা সীমান্ত থেকে সুপারি আনার জন্য গিয়ে ছিলো পরে ভারতীয় খাসিয়ারা তাদের উপর গুলি করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান জানান, তিনি দুইজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। তারা পরিবারের পক্ষ থেকে চিকিৎসা নিচ্ছে।